ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

ওমিক্রন আতঙ্ক, এইচএসসি পরীক্ষা হবে কিনা জানালেন শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ১৭:৫৩  
আপডেট :
 ২৯ নভেম্বর ২০২১, ১৮:৫১

ওমিক্রন আতঙ্ক, এইচএসসি পরীক্ষা হবে কিনা জানালেন শিক্ষামন্ত্রী

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সরকার। এরমধ্যে এইচএসিসি ও সমমান পরীক্ষা হবে কিনা তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে সংশয়। এমন পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা বন্ধ হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনের পর এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: শাকিব খানের ব্যাংক হিসাব তলব

তিনি বলেন, ওমিক্রনকে অত্যন্ত বিধ্বংসী ভাইরাস বলা হচ্ছে। এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছি আমরা। তবে পরিস্থিতি যাই হোক না কেন স্বাস্থ্যবিধি মেনে যথা সময়ে পরীক্ষা নেয়া হবে। এসময় এ ভাইরাস থেকে সুরক্ষার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

আরও পুড়ন: ‘গুরুতর পরিণতি’ নিয়ে আসতে পারে ওমিক্রন

অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা নিজেরা আন্দোলন করতে পারে না। কিন্তু ছাত্রদের হাফপাশের মতো আন্দোলনের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে এসব করে কোন লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জার্নাল/একে/এমএম

  • সর্বশেষ
  • পঠিত