ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

ওমিক্রন: শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ২০:০৯  
আপডেট :
 ৩০ নভেম্বর ২০২১, ২০:৩২

ওমিক্রন: শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এ পর্যন্ত ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে বিশ্বের ১৩ দেশে। তবে এখনও বাংলাদেশে শনাক্ত হয়নি ওমিক্রন।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পরে খুললেছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে করোনার নতুন এই ধরন দেশে শনাক্ত হলে আবারও কি বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান? এমন প্রশ্ন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ পরিস্থিতিতে দেশের স্কুল-কলেজের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এখন যেভাবে চলছে, সেভাবেই চলতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

এছাড়া পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্কুল-কলেজের কার্যক্রম বৃদ্ধি করতে এবং দিন না বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত