ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

শাবিপ্রবির শিক্ষার্থীদের সমর্থনে প্রতীকী অনশন শিক্ষক নেটওয়ার্কের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১২:৫০

শাবিপ্রবির শিক্ষার্থীদের সমর্থনে প্রতীকী অনশন শিক্ষক নেটওয়ার্কের
ছবি- সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে এবার প্রতীকী অনশনের ডাক দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে প্রতীকী অনশন করবে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশের একটি সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে এই তথ্য জানিয়েছেন ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক দিনে শাবিপ্রবিতে সংঘটিত হামলার প্রতিবাদ, শিক্ষার্থীদের প্রাণ রক্ষা ও তাঁদের ন্যায্য দাবিগুলোর সমর্থনে আজ দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে একটি প্রতীকী অনশন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক নেটওয়ার্ক।

উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মাঝে গত বুধবার থেকে আমরণ অনশনে বসে শাবিপ্রবির শিক্ষার্থীরা। গত পাঁচদিনের টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। হাসপাতালেও ভর্তি হয়েছেন কেউ কেউ।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত