ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ১৬:৪১

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে প্রতিদিন গুগল ফর্মের মাধ্যমে আর তথ্য পাঠাতে হবে না বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। করোনা সংক্রমণে শ্রেণি পাঠদান বন্ধ থাকায় এই নির্দেশনা।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে গত ১১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখতে নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী দৈনিক ভিত্তিতে গুগল ফর্মে তথ্য পাঠাতে জারি করা চিঠি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।

দেশের সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এই নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত