ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

১২-১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৭  
আপডেট :
 ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৩

১২-১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব

এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি মাসের ১২ থেকে ১৪ তারিখের প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এসময়ের মধ্যে ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করে দিলে জানিয়ে দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিতে ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে বৈঠক হয়েছে।

বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা জানান, গত সপ্তাহের শেষের দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রী সময় চাওয়া হয়েছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হোসেন বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে গত সপ্তাহের শেষের দিকে প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী সময় দিলেই গণমাধ্যমে দিনক্ষণ জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/একে/এমএম

  • সর্বশেষ
  • পঠিত