ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকে নিয়োগ হবে সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২২, ১২:০৭  
আপডেট :
 ১৬ মে ২০২২, ১৫:০১

প্রাথমিকে নিয়োগ হবে সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অনুমোদনও মিলেছে। তবে অর্থমন্ত্রণালয়ের সুপারিশ বাকি থাকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হলে আরও সময় লাগবে।

জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় সৃজন করা হচ্ছে সহকারী শিক্ষক সংগীত ও শারীরিক শিক্ষা পদ। বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে কয়েকটি শর্ত সাপেক্ষে রাজস্বখাতে ৫ হাজার ১৬৬টি পদ সৃজন করার সম্মতিও প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান সম্প্রতি এক অফিস আদেশে ২ হাজার ৫৮৩ টি করে এই দুই পদে নেয়া হবে ৫ হাজার ১৬৬জন সহকারী শিক্ষক নিয়োগ অনুমোদনের বিষয়টি জানান।

সোমবার বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক উর্দ্ধতন-কর্মকর্তা বলেন, এখন এ পদগুলোর বিষয়ে অর্থ বিভাগের সম্মতি নিয়ে সচিব কমিটি পাঠানো হবে। সেখানে অনুমোদন মিললে এ দুই বিষয়ে (সংগীত ও শারীরিক শিক্ষা) শিক্ষক নিয়োগ দেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/একে/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত