ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

চলতি সপ্তাহেই প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২২, ১৫:২৬  
আপডেট :
 ০৫ জুন ২০২২, ১৫:৩৩

চলতি সপ্তাহেই প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ফল ঘোষণা চলতি সপ্তাহে করা হবে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষক নিয়োগের ২য় ধাপের ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। আশা করছি চলতি সপ্তাহেই ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে ২য় ধাপের ফল প্রকাশের পর ১ম ধাপের মৌখিক পরীক্ষা শুরু হবে। আর ৩য় ধাপের ফলও দ্রুত প্রকাশ করা হবে।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট সহকারী শিক্ষক পদে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত নেয় সরকার। ২০২০ সালের ২০ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এতে তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলা থেকে পরীক্ষার জন্য আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। সে হিসাবে ১টি পদের বিপরীতে প্রতিযোগিতা করতে হবে ২৯ প্রার্থীকে। তিন ধাপে আয়োজন করা হয়েছে এ নিয়োগ পরীক্ষার।

প্রথম ধাপে দেশের ২২টি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২২ এপ্রিল। যার ফল প্রকাশিত হয়েছে গত ১২ মে। পরীক্ষার ২০ দিনের মাথায় প্রকাশিত ফলাফলে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

এরপর গত ২০ মে ২৯টি জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৪ লাখ ৬৬ হাজার ১০০ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত ৩ জুন ৩২ জেলায় পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ জার্নাল/একে/এমএম

  • সর্বশেষ
  • পঠিত