ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

৪৪তম বিসিএসে অনিয়মের অভিযোগে পিএসসি’র সামনে মানববন্ধন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২২, ১৬:০১

৪৪তম বিসিএসে অনিয়মের অভিযোগে পিএসসি’র সামনে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা। এসময় তারা লিখিত পরীক্ষায় পুনরায় সুযোগের দাবি জানান।

রোববার দুপুরে পিএসসির সামনে এই মানববন্ধন শুরু হয়। ত্রুটিপূর্ণ আসন-বিন্যাসের প্রেক্ষিতে ৪৪তম বিসিএস ভুক্তভোগী শিক্ষার্থীবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে কর্মসূচির অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. শরীফুল বলেন, ৪৪তম বিসিএসে ত্রুটিপূর্ণ আসন বিন্যাসের কারণে যোগ্য প্রার্থীরা বাদ পড়েছে। ভালো মার্কস পেয়েও প্রিলিতে উত্তীর্ণ হতে পারেনি। কিছু শিক্ষার্থী ছিলো, যারা অসাধু উপায় অবলম্বন করে পাশাপাশি সিটে বসেছে, দেখে দেখে লিখে আমাদের চেয়ে বেশি নম্বর পেয়েছে এবং প্রিলিতে উত্তীর্ণ হয়েছে। যেহেতু অনিয়ম করে অনেকেই বেশি নম্বর পেয়েছে তাই এবার কাট মার্কস অনেক বেশি। এ বিষয়টি আমরা পিএসসি চেয়ারম্যানকে অবহিত করবো। আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে যাতে লিখিত পরীক্ষার সুযোগ দেয়া হয়, সেই দাবি জানাব।

মানববন্ধন শেষে পিএসসি’র চেয়ারম্যান স্যারের কাছে আবেদনপত্র জমা দেয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/একে/রাজু

  • সর্বশেষ
  • পঠিত