ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কলেজশিক্ষককে জুতার মালা: তদন্তে মাউশি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২২, ২২:৫৬  
আপডেট :
 ২৭ জুন ২০২২, ২২:৫৮

কলেজশিক্ষককে জুতার মালা: তদন্তে মাউশি

নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

ওই ঘটনা নিয়ে স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের মধ্যে সোমবার এই কমিটি গঠনের কথা জানানো হয়।

অধিদপ্তরের কলেজ ও প্রশাসন উইংয়ের পরিচালক শাহেদুল খবির চৌধুরী জানান, আমরা ওই অঞ্চলের পরিচালককে বলেছি বিষয়টি দেখতে।

এ বিষয়ে খুলনা বিভাগীয় উপ-পরিচালক (মাউশি) এ এস এম আবদুল খালেক বাংলাদেশ জার্নালকে বলেন, আমাদের জানাতে মাউশি থেকে মৌখিকভাবে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করার নির্দেশনা দিয়েছে। যেকারণ আজই নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামীকালই তদন্ত শেষে রিপোর্ট মাউশিতে পাঠানো হবে।

কী বিষয়ে তদন্ত হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে তিনি কী পোস্ট দিয়েছেন সেটি ক্ষতিয়ে দেখবে তদন্ত কমিটি।

জানা যায়, বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনায় থাকা ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি দিয়ে ফেইসবুকে নড়াইলের এক কলেজছাত্রের পোস্টকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত।

গত ১৭ জুন নড়াইলের সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ওই ছাত্রের পোস্ট দেওয়ার পরদিন কলেজে গেলে কিছু মুসলমান ছাত্র তাকে ওই পোস্ট মুছে ফেলতে বলেন। ওই সময় অধ্যক্ষ ওই ছাত্রের পক্ষ নিয়েছেন বলে দাবি করে উত্তেজনার তৈরি হয়। পরে শিক্ষার্থী ও স্থানীয়রা ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেয়।

অধ্যক্ষ স্বপন কুমারকে হেনস্তার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন শ্রেণির মানুষ।

বাংলাদেশ জার্নাল/একে/আরকে

  • সর্বশেষ
  • পঠিত