ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

ঢাবিতে নিষিদ্ধ র‍্যাগ ডে, ক্লাস চলাকালীন নিষিদ্ধ গান-বাজনা

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২২, ০২:০৯

ঢাবিতে নিষিদ্ধ র‍্যাগ ডে, ক্লাস চলাকালীন নিষিদ্ধ গান-বাজনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'র‍্যাগ ডে' নিষিদ্ধ করে-এর নতুন নাম দেয়া হয়েছে ‘শিক্ষা সমাপনী উৎসব’। এতে ক্লাস চলাকালে গান-বাজনা বন্ধসহ এই উৎসব পালনে যুক্ত হয়েছে নতুন ৮টি নীতিমালা।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম- সিন্ডিকেটের এক সভায় এ বিষয়টি চূড়ান্ত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেন।

নিয়মগুলো হলো:

১. শুধু একদিন অনুষ্ঠান পালন করা যাবে, র‍্যাগ ডে-র পরিবর্তে যার নাম হবে ‘শিক্ষা সমাপনী উৎসব’।

২. সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বা ইন্সটিটিউটের পরিচালক ও ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে সভা করে অনুষ্ঠানসূচি চূড়ান্ত করবে।

৩. উদ্বোধনী অনুষ্ঠান করা যাবে নিজ নিজ বিভাগ বা ইন্সটিটিউটের ভবন চত্বরে।

৪. পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে টিএসসিতে সমবেত হয়ে র‍্যালি করা যাবে।

৫. ক্লাস চলাকালীন উচ্চস্বরে বাদ্য-বাজনা করা যাবে না

৬. বিভাগ বা ইন্সটিটিউটের সংশ্লিষ্টতায় দুপুরে অথবা রাতে আপ্যায়নের ব্যবস্থা করা যাবে।

৭. সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করতে হবে, এবং

৮. বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে।

এর আগে, গত ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল র‍্যাগ ডে-কে নিষিদ্ধ ঘোষণা করে। পরে উপ-উপাচার্য (প্রশাসন)-কে প্রধান করে গঠিত কমিটি নীতিমালা তৈরি করে সিন্ডিকেটে অনুমোদনের জন্য উপস্থাপন করে।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত