ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

মানসম্মত ইন্টারনেট সংযোগের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

  কুবি প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ১১:৪২

মানসম্মত ইন্টারনেট সংযোগের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি- প্রতিনিধি

কুমিল্লা বিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে খাবারের ভর্তুকি প্রদান, হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, মানসম্মত ওয়াইফাই সংযোগ সংস্থাপন, পরিচ্ছন্ন কর্মী নিয়োগ এবং হলের পুরাতন অংশে নিম্নমানের রাউটার পরিহার করে উচ্চ গতিসম্পন্ন রাউটার প্রতিস্থাপনের দাবিতে মানববন্ধন করেছে আবাসিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করেন তারা। পরে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা অতিদ্রুত তাদের দাবি মেনে নেয়ার কথা জানান।

মানববন্ধনে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল বাশার সাকিব বলেন, সাতদিনের মধ্যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে সমস্যা সমাধান না করলে আমরা মাঠে নেমে আন্দোলন করতে বাধ্য হবো।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম-ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে আমি জানিনা। হলের এই সমস্যাগুলো নিয়ে আমি প্রশাসনকে আগেও জানিয়েছি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি এক্ষেত্রে প্রশাসন কোন পদক্ষেপ না নিলে আমার কিছু করার নেই। কর্তৃপক্ষ যদি আমাকে চিঠি দেয় তাহলে আমি এই বিষয়গুলো সমাধান করতে আবার বলবো।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত