ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

জবিতে প্রতি মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

  জবি প্রতিনিধি

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ২২:১৭

জবিতে প্রতি মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

চলমান সংকটে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দ্যেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিতে) প্রতি মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বিদুৎ ছাড়াও ২০-২৫ শতাংশ জ্বালানী সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক এক ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'প্রতি মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত হয়েছে। তবে যেহেতু ভর্তি পরিক্ষা চলছে আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে কি না, তার সিদ্ধান্ত আগামীকাল নেয়া হবে। আশা করছি আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে। ঐদিনে বিশ্ববিদ্যালয়ের বাস চলবেনা এবং শিক্ষার্থীদের রুটিন মোতাবেক অনলাইনে ক্লাস হবে।'

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত