ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

এনএসইউতে ‘মিডিয়া অ্যান্ড জার্নালিজম’ কোর্স শুরু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ১৬:৪৪

এনএসইউতে ‘মিডিয়া অ্যান্ড জার্নালিজম’ কোর্স শুরু

বাংলাদেশের গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত মিডিয়া গ্রাজুয়েট তৈরিতে দেশের গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়-কেন্দ্রিক সাংবাদিকতা শিক্ষার প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের আহবান জানিয়েছেন প্রথিতযশা গণমাধ্যম ব্যক্তিত্বরা।

শনিবার এনএসইউ'র সিন্ডিকেট হলে আয়োজিত ‘কেমন মিডিয়া গ্র্যাজুয়েট চাই’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তারা এই আহবান জানান। গণসংযোগ ও সাংবাদিকতায় দক্ষ কর্মশক্তি বৃদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নতুন কর্মসূচি 'মিডিয়া অ্যান্ড জার্নালিজম ’ কোর্সের যাত্রা শুরু হয়েছে।

'মিডিয়া অ্যান্ড জার্নালিজম’ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান-উল-আলমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ (এমএরডিআই), সৈয়দ ইশতিয়াক রেজা , প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক, গ্লোবাল টেলিভিশন, আশরাফ কায়সার, সিইও, বেঞ্চমার্ক পিআর, আনিসুল হক, ডেপুটি সম্পাদক, দৈনিক প্রথম আলো, সৈয়দ গাইছুল আলম শাওন, ম্যানেজিং পার্টনার অ্যান্ড কান্ট্রি হেড, গ্রে বাংলাদেশ, তুষার আবদুল্লাহ, সিইও, এখন টিভি; ড. গীতি আরা নাসরিন, প্রফেসর, গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; আব্দুন নূর তুষার, সিইও, গতি মিডিয়া লিমিটেড, খাইরুল বাশার, হেড অব কমিউনিকেশান, গ্রামীণফোন, সৈয়দ আশফাকুল হক, নির্বাহী সম্পাদক, দ্য ডেইলি স্টারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত