কানাডিয়ান ইউনিভার্সিটিতে কনভেয় কনফিডেন্সে ঐশী

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ১৮:১৩ | অনলাইন সংস্করণ

  জার্নাল ডেস্ক

কানাডিয়ান ইউনিভার্সিটিতে কনভয় কনফিডেন্স অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, মানোন্নয়ন এবং উৎসাহ প্রদানে 'কনভেয় কনফিডেন্স' অনুষ্ঠানের আয়োজন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত থেকে মোটিভেশনাল বক্তব্য দেন মিসওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিডিয়াক মিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানটি আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এইচএম জহিরুল হক, কোষাধ্যক্ষ ও স্কুল অব আর্টসেরডিন এএসএম সিরাজুল হক, মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. আনিস পারভেজ, প্রভাষক নাফিসা হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জান্নাতুল ফেরদৌস ঐশী তার অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন।

বাংলাদেশ জার্নাল/জিকে