ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

জাপানে মেক্সট বৃত্তি পেলেন কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ১৬:৫৩

জাপানে মেক্সট বৃত্তি পেলেন কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র
রাহাতুল ইসলাম। সংগৃহীত ছবি

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইইই বিভাগের ছাত্র রাহাতুল ইসলাম জাপানের মেক্সট বৃত্তি পেয়েছেন।

রাহাতুল ইসলাম বাংলাদেশের অন্যান্য ১৩৮ জন ছাত্রের সাথে মেক্সটে চান্স পাওয়া ছাত্রদের মধ্যে অন্যতম। তিনি কিউশু ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গ্র্যাজুয়েট স্কুল অব লাইফ সাইন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং থেকে হিউম্যান ইন্টেলিজেন্স সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের উপর ২ বছরের এমএসসি করার সুযোগ পেলন। কোর্সটি অক্টোবর ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত হবে।

রাহাতুল ইসলাম তার সাফল্যে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইইই-এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এমডি শাহরুখ আদনান খানসহ প্রতিষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাহাতুল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। এছাড়া তিনি ইইই বিভাগের জন্য অনেক কর্মশালার আয়োজক এবং রোবো টেক লিডারশিপ প্রোগ্রামের প্রশিক্ষক ছিলেন।

বাংলাদেশ জার্নাল/নুসরাত/আরকে

  • সর্বশেষ
  • পঠিত