এমপিওভুক্ত হলেন আরও ৩৯৬ শিক্ষক-কর্মচারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ১৬:৩৭ আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৬:৪৭

বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ৩৯৬ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৪৩ জন, ভোকেশনাল শিক্ষাক্রমের ২৫১ জন ও বিভিন্ন কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে কর্মরত ২ জন শিক্ষক রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও কার্যকর করে পৃথক আদেশ জারি করা হয়েছে। বুধবার আদেশগুলো প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
|আরো খবর
জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের এমপিও অক্টোবর মাস থেকে কার্যকর হবে। এমপিও অনুমোদন কমিটির ২২তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
২০২০ খ্রিষ্টাব্দে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ ৩৯৬ শিক্ষক-কর্মচারীর পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৪ ও ২৭ নভেম্বর তারিখে আদেশগুলো জারি করা আদেশগুলো ৩০ নভেম্বর প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএ