ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ইবিতে পিলারের আঘাতে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ২৩:৪২

ইবিতে পিলারের আঘাতে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পিলারের আঘাতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিকের নাম ওবায়দুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে নির্মাণাধীন ভবনের পাইলিং করার সময় পিলারের আঘাতে তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি (ইনচার্জ) অফিসার মো. আব্দুস সালাম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত নির্মাণশ্রমিক ওবায়দুর রহমানের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানায়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজে নিয়োজিত ছিলেন তিনি। এ সময় যন্ত্রাংশ দিয়ে পিলারের অবশিষ্টাংশ কাটার এক পর্যায়ে পিলারের বড় একটা অংশ তার শরীরের উপর পড়ে। এতে গুরুত্বর আহত হন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগেও ২০২০ সালের বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নির্মাণাধীন ভবনের ছাদ পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়।

বাংলাদেশ জার্নাল/নুসরাত/জিকে

  • সর্বশেষ
  • পঠিত