সোনার মানুষ গড়বে সোনার বাংলা স্কুল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১৯:৪৭

‘নৈতিক শিক্ষার সমন্বয়ে যুগোপযুগী আধুনিক শিক্ষার পাশাপাশি সোনার মানুষ গড়ে তুলবে বেড়াখলা সোনার বাংলা স্কুল’ -শনিবার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা সোনার বাংলা স্কুল উদ্বোধনকালে এসব কথা বলেন অতিথিরা।
|আরো খবর
এসময় তারা বলেন, ‘স্কুলটির শিক্ষার্থীরা সর্বশেষ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সাতটি গোল্ডেন এ+ পেয়েছেন। মেধাবী শিক্ষার্থী তৈরিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।’
২০২০ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করা বিদ্যায়লটি শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান মো. আবু জাহের। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র রিসার্চ ফেলো অর্থনীতিবিদ ড. এম এ মান্নান।
এসময় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণ পাড়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরসহ ম্যানেজিং কমিটি সদস্য, অভিভাবক, বিদ্যালয় শিক্ষক ও অন্যান্য অতিথিবৃন্দ। দিনব্যাপী আয়োজনে অভিভাবক সমাবেশসহ নানা সাংস্কৃতিক আয়োজন করা হয় বিদ্যালয় মাঠে। প্রসঙ্গত, বিদ্যালয়টিতে প্রথম শ্রেণির থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠদান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমপি