ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

শিক্ষা জরিপে তথ্য দেয়নি ৬৮৪ প্রতিষ্ঠান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ২০:০৮  
আপডেট :
 ০৯ ডিসেম্বর ২০২২, ২০:৫৫

শিক্ষা জরিপে তথ্য দেয়নি ৬৮৪ প্রতিষ্ঠান
ফাইল ছবি

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান বার্ষিক জরিপ-২০২২ এর কার্যক্রম শেষ হয়েছে গত ৫ নভেম্বর। এরই মধ্যে দেশের ৩৫ হাজার ৭৯৬টি প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৫ হাজার ১১২টি প্রতিষ্ঠান জরিপে অংশগ্রহণ করে তথ্য প্রদান করেছে। নির্ধারিত সময় অতিবাহিত হলেও ৬৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ওই জরিপে তথ্য দেয়নি। এ কারণে তাগাদাপত্র দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আনিকা রাইসা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তাগাদা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২২ এর কার্যক্রম ৫ নভেম্বর শেষ হয়েছে। প্রাথমিকোত্তর স্তরের ইআইআইএনভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়োক্ত জরিপে অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতিষ্ঠানসমূহের বর্তমান অবস্থা অবহিতকরণ এবং সংযুক্ত তালিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনতিবিলম্বে ব্যানবেইস সার্ভারে www.banbeis.gov.bd লগইন করে তথ্য প্রদান করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করে মাউশিকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/নুসরাত/এমপি

  • সর্বশেষ
  • পঠিত