ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ১৭:২৮

ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ১০টায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার অংশ হিসেবে প্রশাসন ভবনের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসান।

এ সময় পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, কমিউনিকেশন এ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের খণ্ডকালীন শিক্ষক ড. অলিউর রহমান, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ড. আমানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি বলেন, কম্পিউটার ও ইন্টারনেট ব্রাউজিংয়ের প্রাথমিক জ্ঞান না থাকলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বাঁধাগ্রস্থ হবে। অবাধ তথ্যপ্রবাহের এ যুগে আমরা অনেক পিছিয়ে পড়বো। ফলে চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে সকলকে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের আহবান জানাচ্ছি।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত