ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

কানাডিয়ান ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সেমিনার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ২৩:২০

কানাডিয়ান ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সেমিনার
ছবি: সংগৃহীত

বাঙালী জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেবার উদ্দেশে ১৯৭১ সালের পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী শত শত বুদ্ধিজীবীকে হত্যা করে। দিনটি ছিল ১৪ ডিসেম্বর। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়। বাঙালি জাতিকে দমনের চেষ্টায় সফল না হলেও বাঙালি শত শত উজ্জ্বল নেতাকে হারিয়েছে। সেই ক্ষতি কখনই মেরামতযোগ্য নয়।

বুধবার বিকেল ৩টায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (কাব) তাদের নিজস্ব অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ আবু তাহের। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডঃ এইচ এম জহিরুল হক।

তাছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও স্কুল অব আর্টসের ডিন এ এস এম সিরাজুল হক, প্রধান সমন্বয়ক মোহাম্মদ আফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এস এম জি ফারুক এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ জার্নাল/নুসরাত/জিকে

  • সর্বশেষ
  • পঠিত