মাউশির ৩ অঞ্চলের উপপরিচালককে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ১৭:২০

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) তিনটি অঞ্চলের উপপরিচালককে বদলি করা হয়েছে।
|আরো খবর
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-১) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ রহিমা আক্তার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক এ এস এম আব্দুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি খুলনার জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল এবং নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামানকে খুলনার জেলা শিক্ষা অফিসার পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ শিগগিরই কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
বাংলাদেশ জার্নাল/জিকে