জিপিএ-৫ পেয়েছে ঢাকা কলেজের ১০৮১ শিক্ষার্থী

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা কলেজ। ছবি: সংগৃহীত

ঢাকা কলেজে থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১১৫৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ১০৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

বুধবার ৮ ফেব্রুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জানান, ঢাকা কলেজ থেকে ১১৫৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১৫১ জন। সে অনুযায়ী পাসের হার ৯৯.৮৩ শতাংশ। 

এর আগে সকালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনা এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/রাজু