ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে প্রথমবারের মত সেমিফাইনালে জবি

  জবি প্রতিনিধি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০০

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে প্রথমবারের মত সেমিফাইনালে জবি
ছবি- প্রতিনিধি

আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেট ২০২৩ আসরে প্রথমবারের মত সেমিফাইনালে ওঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ৬ উইকেট হাতে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে (বাকৃবি) হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিম।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমের মুখোমুখি হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম।

প্রথমে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিমের অধিনায়ক। ২০ ওভারের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে। ৮০ রানের টার্গেটে মাঠে নেমে ১০ ওভার ৪ বলে ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জয় পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে নেমে সর্বোচ্চ ২৭ রান সংগ্রহ করে সাজ্জাদ। অপরদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোলার হাসিবুর ৩ ওভারে ১৮ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন। বাকৃবির পক্ষে নেমে সর্বোচ্চ রান ২৪ রান সংগ্রহ করেন অলক।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোলারদের মধ্যে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি উইকেট লাভ করে। খেলাটিতে প্লেয়ার অব ম্যাচ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাজমুল।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের ফিজিক্যাল ইন্সট্রাক্টর ও দলের কোচ পুষ্পেন সরকার বলেন, 'ছেলেরা ভালো খেলেছে। যারাই সুযোগ পাচ্ছে পারফর্ম করছে। দলের জয়ের জন্য সকলেই মরিয়া হয়ে খেলেছে। দলগত প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল প্রথমবারের মতো সেমিফাইনালে৷ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকলে আমরা চ্যাম্পিয়ন হবো।'

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত