ইবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৩, ১৪:২৯ আপডেট : ২৭ মে ২০২৩, ১৪:৪০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
|আরও খবর
অভিন্ন প্রশ্নপত্রে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে একযোগে বানিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৯ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ইবি কেন্দ্রে ১ হাজার ৩৮৪ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
‘সি’ ইউনিটের সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ১ হাজার ৪১৬ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৩৮৪ জন উপস্থিত ছিলো।
আরও পড়ুন: হত্যার বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
বাংলাদেশ জার্নাল/আরআই