ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

করোনায় মারা গেলেন ঢাবির সাবেক অধ্যাপক আব্দুর রহমান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২১, ১৭:৩৯  
আপডেট :
 ৩০ এপ্রিল ২০২১, ১৭:৪১

করোনায় ঢাবির সাবেক অধ্যাপকের মৃত্যু
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মো. আব্দুর রহমান। গণিত বিষয়ে তার লেখা বেশ কিছু বই এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ানো হয়।

শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

গণিত বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান বলেন, অধ্যাপক আব্দুর রহমান ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে চারটায় মারা যান।

আব্দুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এক বিবৃতিতে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে উনার অবদান অপরিসীম।

উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত