ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থগিত পরীক্ষাসমূহ শুরু

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২১, ২১:৪৪

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থগিত পরীক্ষাসমূহ শুরু
ছবি: প্রতিনিধি

কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে রোববার স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদুল বারী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. সাহাবউদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান প্রমুখ।

প্রথম দিনের পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পরীক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুন- পরীক্ষা শুরু রাত সাড়ে ১০টায়, শেষ দেড়টায়!

ঢাবি শিক্ষক লীনা তাপসীর বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত