ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

এনএসইউতে ‘আইনি পেশা: চ্যালেঞ্জসমুহ এবং ওকালতির কলাকৌশল’ শীর্ষক সেমিনার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ১৫:৫৫

এনএসইউতে ‘আইনি পেশা: চ্যালেঞ্জসমুহ এবং ওকালতির কলাকৌশল’ শীর্ষক সেমিনার
সংগৃহীত ছবি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শুক্রবার ‘আইনি পেশা: চ্যালেঞ্জসমুহ এবং ওকালতির কলাকৌশল’ শীর্ষক সেমিনার আয়োজন করে। সেমিনারটিতে প্রধান অতিথি ও বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার।

এতে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রিজওয়ানুল ইসলাম।

অধ্যাপক রিজওয়ানুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে সেমিনার শুরু হয়। তিনি তার বক্তব্যে ওকালতি এবং আইন শিক্ষার পদ্ধতির সম্পর্ক নিয়ে কথা বলেন। আনুষ্ঠানিক আইন শিক্ষা শিক্ষার্থীদের আইন চর্চা এবং আইন পেশাজীবীদের প্রাথমিক সংগ্রামের জন্য কতটুকু প্রস্তুত করে তা প্রধান বক্তার কাছ থেকে জানার আগ্রহ প্রকাশ করেন।

বিচারপতি নাইমা হায়দার অংশগ্রহণকারীদের মাঝে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রী থাকায় আনন্দ প্রকাশ করেন। একজন নারী হিসাবে তিনি তার সংগ্রামের বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেন।

তিনি বলেন, আইনজীবী হওয়াকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। বিচারপতি হায়দার ওকালতি কী তা ব্যাখ্যা করেন।

সেমিনারটির শেষ অংশে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আইন বিভাগের টিচিং অ্যাসিস্ট্যান্ট মিস সায়েরে নাজাবী সায়েম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত