ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চবি উপাচার্য কার্যালয়ে ছাত্রলীগের ভাঙচুরের অভিযোগ

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ২২:০৫

চবি উপাচার্য কার্যালয়ে ছাত্রলীগের ভাঙচুরের অভিযোগ
ভাংচুরের পরের দৃশ্য। সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ভাঙচুরের পর ক্যাম্পাসে ট্রেন আটকে অবরোধ করেছেন ছাত্রলীগের কর্মীরা। ‘সরকারবিরোধী কর্মকাণ্ডে’ জড়িতদের শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ার দাবি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এ ঘটনার পর বিকালে ক্যাম্পাস রেল স্টেশনে শহরমুখী শাটল ট্রেন অবরোধে নামেন তারা। বিকাল সোয়া পাঁচটার ট্রেনের চাবি নিয়ে ট্রেন আটকে রাখেন সংগঠনটির বিক্ষুব্ধ কর্মীরা।

ট্রেন অবরোধের পর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি। তবে রাত সাড়ে ৮টায় শাটল ছেড়ে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি এবং একাকার গ্রুপের নেতা মইনুল ইসলাম রাসেল বলেন, প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে জামাত-শিবিরের ক্যাডার এবং যারা সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের নেওয়া হবেনা। তাই অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ‘একাকার’ এর কর্মীরা উভয় ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সহকারী প্রক্টর জিয়াউল জানান, দুপুরে সিন্ডিকেট সভার পর কিছু ছেলে উপাচার্য কার্যালয়ের বাইরের ফুলের টব এবং রান্নাঘরের জিনিসপত্র ভাঙচুর করে। তবে প্রক্টরিয়াল বডি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের দাবি ছিল, জামাত-শিবিরের ক্যাডার এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ জানাতে তারা এই কাজ করেছে।

তবে ছাত্রলীগ নেতা রাসেল তখন বলেছিলেন, জামায়াত-শিবিরের ক্যাডার এবং যারা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়া হয় সেজন্যই ছাত্রলীগের কর্মীরা প্রতিবাদ করতে গিয়েছিল।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত