বশেমুরবিপ্রবির ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান ইশিতা রায়
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:২৭ | অনলাইন সংস্করণ
বশেমুরবিপ্রবি প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সহযোগী অধ্যাপক ঈশিতা রায়।
সোমবার (৬ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫ (৩) ধারা মোতাবেক ৩ (তিন) বছরের জন্য ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।
চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেয়ার পর ইশিতা রায় বলেন, আমার প্রথম লক্ষ হবে শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা। শিক্ষার্থীদের সকল বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিভাগ পরিচালনা করা।
বাংলাদেশ জার্নাল/আরআই