বার্লিনে বাংলাদেশি শিক্ষার্থীদের মিলনমেলা
বার্লিন প্রতিনিধি, জার্মানি
প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ১৬:০৫ আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৬:১৬

জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক টেম্পলহফার মাঠে বাংলাদেশি প্রবাসী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বেশকিছু ছাত্রছাত্রী এই পুনর্মিলনীতে অংশ গ্রহণ করেন। পুনর্মিলনীতে যোগ দেয়া সবার মাঝে সুস্বাদু নানা খাবার পরিবেশন করা হয়।
সম্মিলিত সংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অপূর্ব বিশ্বাস, মুহাম্মদ শানিজম, মিতালি মুখার্জি, বায়েজিদ মোহাম্মদ ও আদনান শোয়েবসহ আরো অনেকে।
এসময় পুনর্মিলনীতে যোগ দেয়া সকলে একে অপরের খোঁজ খবর নেয়ার পাশাপাশি যেকোন সংকটে একে অপরের পাশে দাঁড়ানো এবং দেশে থাকা পরিবার ও দেশের মানুষের কল্যাণে কাজ করার বিষয়ে প্রত্যায় ব্যাক্ত করেন।
বাংলাদেশ জার্নাল/আরএ