ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

নায়ক মান্নাকে নিয়ে ইমরানের গান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ১৭:৩২

নায়ক মান্নাকে নিয়ে ইমরানের গান

চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার মান্না। তাকে বলা হয় গণমানুষের নায়ক। প্রয়াত এই অভিনেতার জন্মদিন উপলক্ষে একটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল। মান্নাকে নিয়ে লেখা ‌‌‘স্বপ্ন ছিল হবো পর্দা নায়ক’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন পূলক অধিকারী এবং সঙ্গীতায়োজন করেছেন মেহেদী হাসান। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।

গানটিতে কণ্ঠ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত ইমরান। তিনি বলেন, আমার ভিষণ পছন্দের একজন মানুষ ছিলেন মান্না ভাই। মূলত তার আমি একজন বড় ফ্যান। আমার আক্ষেপ ছিল যদি মান্না ভাইয়ের লিপে আমার গানটি যেত। আমি যখন শোবিজে আসে তখন তিনি আমাদের ছেড়ে চলে যান। তবে সেই আক্ষেপের কিছুটা হলেও কমলো। কারণ মান্না ভাইকে নিয়ে আমি গানটি করতে পেরেছি। সেজন্য এই প্রজেক্টের সাথে জড়িত সকলকেই ধন্যবাদ। আশা করি গানটি সবার ভালো লাগবে।

গানটি প্রসঙ্গে কবির বকুল বলেন, ‘গানটি লিখেতে প্রায় ২ মাস সময় লেগেছে। কারণ, এটি আমার কাছে অনেক স্পেশাল। আমি সৌভাগ্যবান, মান্না ভাইয়ের ক্যারিয়ারের বেশিরভাগ হিট গান আমারই লেখা। সেই দায়ব্ধতা থেকে আমি গানটি লিখি। আশাকরি গানটি হিট হবে। মানুষের মুখে মুখে এই গানটি থাকবে।

গানটি নায়ক মান্নার নিজ হাতে গড়া প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। মূল গানটি প্রকাশের আগে কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল মিউজিক ভিডিওটির টিজার।

কৃতাঞ্জলির উদ্যোগে গানটির সার্বিক সমন্বয় করেছেন পরিচালক সোহানুর রহমান সোহান। আর এটির মিউজিক ভিডিও করেছেন নৃত্য পরিচালক মাসুম বাবুল। মূলত এই প্রজন্মের কাছে মান্নাকে স্বরূপে উপস্থাপন করার লক্ষ্যেই গানটি তৈরি করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত