ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

রবি’র পরিচালনায় নতুনের সঙ্গে ফারিয়া

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৮ মে ২০২১, ১৩:৫৯

রবি’র পরিচালনায় নতুনের সঙ্গে ফারিয়া

কিছুদিন আগেই টিভি পর্দার এই সময়েল প্রিয় মুখ ফারিয়া ঘোষনা দিয়েছেন যে তিনি নাটকে/টেলিফিল্মে অভিনয়ের ক্ষেত্রে নতুন অভিনেতা’দের প্রাধান্য দেবেন এবং নতুনদের আগামীদিনের পথচলার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ঘোষনা দেবার মাত্র কয়েকদিনের মধ্যেই ফারিয়া তার দেয়া প্রতিশ্রুতি রেখেছেন। এই সময়ের মেধাবী পরিচালক যিনি মূলত জীবন ধর্মী গল্প নিয়ে নাটক নির্মাণ করেন। সেই মো: রবিউল সিকদারের পরিচালনায় ফারিয়া নতুন অভিনেতা স্যামছ চৌধুরী’র সঙ্গে ‘সত্যি প্রেমের মিথ্যা গল্প’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন গুনী নাট্যনির্মাতা ও রচয়িতা মাতিয়া বানু শুকু। গতকাল থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে।

পরিচালক বলেন, ‘নতুন অভিনয়শিল্পীদের মনে অনেক স্বপ্ন থাকে। কিন্তু তারা নাটকে অভিনয় করতে এসে বিশেষত স্টার অভিনেত্রীদের সহযোগিতা খুব কমই পেয়ে থাকেন। কিন্তু ফারিয়া আপুর ঘোষণার পর স্যামছকে নিয়ে এই নাটক নির্মাণের ক্ষেত্রে শুরু থেকেই দারুণ সহযোগিতা পেয়ে আসছি। এটা আমার জন্য, আমার পুরো ইউনিটের জন্য এবং সামছের জন্য অনেক বেশি পজিটিভ। স্যামছ এর আগেও কয়েকটি নাটকে কাজ করেছে। তারপরও ফারিয়া’র সঙ্গে কাজ করা নিয়ে বেশ উচ্ছসিত ছিলো। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ফারিয়া আপুকে নতুনদের পাশে এভাবে সহযোগিতার মনোভাব নিয়ে দাঁড়ানোর জন্য।’

ফারিয়া বলেন,‘ আমি যেহেতু লাক্স চ্যানেল আই প্লাটফরম থেকে এসেছি, তাই শুরু থেকেই আমরা স্টার অভিনেতাদের বিপরীতে কাজ করার সুযোগ পেয়ে আসছি। কিন্তু এটা সত্যি নুতন যারা নাটকের নায়ক হিসেবে অভিনয় করতে আসেন, তাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, অনেক কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়। আমি তাদের সঙ্গে কাজ করার জন্যই কিছুদিন আগে আগ্রহ প্রকাশ করি। রবি ভাই আমাকে সামছের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আমি যেহেতু ঘোষণা দিয়েছিলাম, তাই আমিও আমার প্রতিশ্রুতি রাখা শুরু করেছি এই নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। আমার সঙ্গে স্যামছের মতো নতুন যারা তাদের যদি কাজ করে আগামীর দিকে এগিয়ে যেতে সুবিধা হয় তাতে আমারই আনন্দ হবে, ভালোলাগা কাজ করবে অনেক বেশি। আমার বিশ্বাস আরো যারা অভিনেত্রী হিসেবে এই প্রজন্মে প্রতিষ্ঠিত, তারাও নতুনদের এগিয়ে যেতে সহযোগিতার হাত বাড়াবেন।’

‘সত্যি প্রেমের মিথ্যা গল্প’ নাটকটি প্রযোজনা করছে সিকদার ফিল্মস। রবি জানান আগামী ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত