ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ঈদ আয়োজনে মাহমুদুর রহমান হিমি’র ৬ নাটক

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২১, ০০:১৪  
আপডেট :
 ২১ জুলাই ২০২১, ১৭:৪২

ঈদ আয়োজনে মাহমুদুর রহমান হিমি’র ৬ নাটক

ঈদ উৎসবে ছয়টি ভিন্নধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন সময়ের জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি। রোমান্টিক গল্পকে সুন্দরভাবে পর্দায় তুলে ধরতে তার জুড়ি নেই। শুধু এই জনরা নয়, অন্যান্য ক্ষেত্রেও নির্মাণশৈলীতে পাওয়া যায় শৈল্পিক ছোঁয়া। এবার ঈদকে ঘিরে বেশ ব্যস্ত সময়ই পার করেছেন তিনি। নির্মাণ করেছেন ৬টি নাটক। ঈদের দিন থেকেই প্রচারে আসছে নাটকগুলো।

এ নির্মাতার ঈদ নাটকের মধ্যে রয়েছে- ভালোবাসার বটি কাবাব (অপূর্ব-সাবিলা) ঈদের দিন দীপ্ত টিভিতে রাত ৮টায় প্রচারিত হবে। ২১ বছর পরে (অপূর্ব, ফারিণ, মনিরা মিঠু) প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৫৫ মিনিটে এনটিভিতে।

ত্রিকোণমিতি (অপূর্ব-সাবিলা-নাঈম) প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৪০ মিনিটে বাংলাভিশনে। আলো (মেহ্জাবীন-মনোজ) প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে আরটিভিতে। কাবিননামা (তৌসিফ-কেয়া) প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৮টায় দীপ্ত টিভিতে। ওভার এক্সপেকটেশন (তাহসান-তানজিন তিশা) প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ১০টা ৪০ মিনিটে বাংলাভিশনে।

কাজগুলো প্রসঙ্গে মাহমুদুর রহমান হিমি বলেন, ছয়টি ভিন্ন গল্পের সুন্দর কাজ। প্রতিটা গল্পই চমৎকার, যার কারণে আমি খুব যত্ন নিয়ে কাজগুলো করেছি। সবগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয় কাজ দুটি হচ্ছে '২১ বছর পরে' ও 'আলো'। এ কাজগুলো নিয়ে আমি একটু বেশি আশাবাদী।

এবং তিনি আরও বলেন, যেহেতু দর্শক পছন্দের কথা মাথায় রেখে কাজ করি তাই চেষ্টা ছিলো একটু ভিন্নতা দেওয়ার। রোমান্টিক জনরার বাইরে এবার অনেক ফ্লেভারের কাজই পাবেন দর্শকরা। প্রত্যেকটা শিল্পী-ই অনেক কষ্ট করে, যত্ন নিয়ে কাজগুলো করেছেন। দর্শকদের ভালো লাগলেই আমাদের সবার কষ্ট সার্থক।

আইএন

  • সর্বশেষ
  • পঠিত