ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

সালমান শাহ স্মরণে থাকছে বিশেষ আয়োজন

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৯

সালমান শাহ স্মরণে থাকছে বিশেষ আয়োজন
অমর নায়ক সালমান শাহ

ঢালিউডের তুমুল জনপ্রিয় সুপারস্টার প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। দিনটিতে অমর এই নায়ক স্মরণে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বৈশাখী টেলিভিশন। মৃত্যুবার্ষিকীর দিনটিতে সকাল ৮টা ২০ মিনিটে লিটু সোলায়মানের প্রযোজনায় ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান গাইবেন কণ্ঠশিল্পী আগুন।

প্রচার হবে সালমান শাহ অভিনীত দুটি সিনেমা। সকাল ১০টা ২৫ মিনিটে রয়েছে সালমান শাহ, লিমা, আলমগীর, শাবানা অভিনীত ‘কন্যাদান’। দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা অভিনীত ‘জীবন সংসার’।

দুপুর ১টা ২০ মিনিটে রয়েছে তানহা তাসনিয়ার উপস্থাপনায় শুধু সিনেমার গান। অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান দিয়ে। এর মধ্যে রয়েছে সালমান শাহ ও মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘দেনমোহর’। অন্যদিকে সালমান শাহ-শাবনুর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’ এবং সালমান শাহ-শাবনাজ অভিনীত ‘মায়ের অধিকার’, সালমান শাহ ও শাহনাজ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ আলম।

রাত ৮টায় প্রচার হবে সালমান শাহ স্পেশাল ‘গোল্ডেন সং’। সালমান শাহ স্মরণে গান গাইবেন কণ্ঠশিল্পী রাজীব। আইনুন পুতুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। এমনটাই জানিয়েছেন বৈশাখী টেলিভিশনের জনসংযোগ কর্মকর্তা দুলাল খান।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত