ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

সাকিব খানের ছবিতে জীবনের লেখায় কণ্ঠ দিলেন জুবিন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ২১:০৫  
আপডেট :
 ২৬ নভেম্বর ২০২১, ২১:০৯

সাকিব খানের ছবিতে জীবনের লেখায় কণ্ঠ দিলেন জুবিন
ছবি- সংগৃহীত

বলিউডের এই সময়কার জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। ‘হামনাভা’, ‘লুট গায়ে’,‘তুঝে কিতনা চাহে অউর হাম’র মতো সুপারহিট সব গান ভক্তদের জন্য উপহার দিয়ে যাচ্ছেন তিনি । এবার সঙ্গীত পাগল বাঙ্গালিদের জন্য প্রথমবারের মতো বাংলা গানে কণ্ঠ দিলেন জুবিন। সেটিও আবার বাংলাদেশের কিং খান খ্যাত নায়ক শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার জন্য। গানের শিরোনামও একই।

এদিকে ভারতের বেশ কয়েকজন সংগীতশিল্পীর জন্য গান লেখা রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের ইন্দ্রদীপ দাশগুপ্ত।

গানের কথা ও মিউজিক পছন্দসই হতে হবে। গানটিতে কণ্ঠ দেওয়ার আগে এমনটাই দাবি করে বসেছিলেন জুবিন। এমন দাবি বাস্তবায়নের কথা চিন্তা করেই গানের কথা ও মিউজিক সাজান জীবন-ইন্দ্রদীপ। হয়েছেও তাই।

গানটিতে কণ্ঠ দেওয়ার পর এক ভিডিও বার্তায় জুবিন জানান, “বাংলাদেশের সিনেমার গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। ‘অন্তরাত্মা’ সিনেমার টিমের জন্য শুভকামনা।”

এদিকে গীতিকার রবিউল ইসলাম জীবন বাংলাদেশ জার্নালকে বলেন, এই সময়ের ভীষণ জনপ্রিয় একজন গায়ক জুবিন। ‘ভারতের বেশ কয়েকজন সংগীতশিল্পীর জন্য গান লিখলেও জুবিন নটিয়ালের জন্য এটিই প্রথম । তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। তিনি যেভাবে গানটি গেয়েছেন, আমার বিশ্বাস শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

উল্লেখ্য, জীবনের কথায় এর আগে ভারতের মিতালী মুখার্জি, জুবিন গর্গ, মোহাম্মদ ইরফান, আকৃতি কাক্কার, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, শুভমিতা, আকাশ সেনসহ বেশ কয়েকজন শিল্পী গান গেয়েছেন।

প্রসঙ্গত, ‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন।

বাংলাদেশ জার্নাল/সেফু/এমজে

  • সর্বশেষ
  • পঠিত