ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

মঞ্চে আসছে আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ১৪:২৫

মঞ্চে আসছে আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’

পুঁজিবাদী পৃথিবীতে মধ্যবিত্তের মৃত্যু যেন নিত্যদিনের ঘটনা। আজকের বিশ্বের অর্থনীতিটাই যেন ভোগের। একে অপরকে ভোগ করবে বস্তুসামগ্রীর মতো। কোম্পানিগুলো নিজের শ্রমিকদের রক্ত-মাংস থেকে মন ও মনন পর্যন্ত চুষে খাবে, অতঃপর পরিত্যক্ত ছোবড়া ত্যাগ করে তাকাবে নতুন শ্রম বাজারের দিকে। এটাই যেন বর্তমান বিশ্ব অর্থনীতির পুঁজিতত্ত্বের লুকানো রহস্য। আর এই নিংড়ে নেওয়ার অর্থনীতির পরতে পরতে লুকোনো থাকে হাজারো লাখো সাধারণ মানুষ ও তাদের পরিবারের গল্প। লুকোনো থাকে তাদের নানা রঙের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা আর স্বপ্ন ভাঙার কাহিনী।

এরকমই এক স্বপ্ন ভাঙার গল্প নিয়ে তৈরি আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’ নাটকটি।

নাট্যকার আর্থার মিলার এর এই নাটকটি ফতেহ্ লোহানীর অনুবাদে নির্দেশনা দিচ্ছেন আশিকুর রহমান লিয়ন (ঢাবি’র থিয়েটার ও পারফর্মেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান), সহকারি নির্দেশক হিসেবে আছেন ধীমান চন্দ্র বর্মন।

নাটকের দল থিয়েটারিয়ানের এক ঝাঁক তরুণ নাট্যকর্মীরা এ নাটকটি মঞ্চে নিয়ে আসছেন। গত দুই মাস ধরে এটির রিহার্সেল চলছে। মার্চ মাসে মঞ্চ আলোকিত করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে নাট্যদলটি।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত