ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বিধিমালা মানলেই নির্বাচন সম্ভব, নয়তো বাতিল হবে: সোহান

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ১৩:২৮

বিধিমালা মানলেই নির্বাচন সম্ভব, নয়তো বাতিল হবে: সোহান

বেশ কয়েকদিন ধরেই চলচ্চিত্রের আঁতুড়ঘর এফডিসি বেশ সরগরম। তবে তা সিনেমা নিয়ে নয়, শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। তবে নির্বাচনকে ঘিরে প্রচুর শিল্পী ও কলাকুশলীদের জনসমাগম হচ্ছে এফডিসিতে, হচ্ছে মিটিং-মিছিলও।

দেশে করোনা প্রকোপ বাড়লেও এফডিসিতে কোনোরকম স্বাস্থ্য সচেতনতা দেখা যায় নি। কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। এ অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শঙ্কাটি সত্যিতে রূপ নিতে পারে রবিবারের (২৩ জানুয়ারি) একটি জরুরি বৈঠকে।

জানা গেছে, এই বৈঠকে অংশ নেবেন বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক, নির্বাচন কমিশনারসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান গণমাধ্যমে বলেন, ‘ইতোমধ্যেই কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ আমাদের পাঠিয়েছে। এছাড়া আজকের সভায় সব পক্ষ যদি এফডিসির বিধিমালা মেনে চলার চূড়ান্ত সহায়তা করে তাহলেই হয়তো নির্বাচন সম্ভব। নয়তো এটি বাতিল করা হবে। এছাড়াও বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা হবে। সেটাও অনুকূলে থাকা জরুরি। আশা করি ইতিবাচক সিদ্ধান্তই আসবে।’

এদিকে জানা যায় বিএফডিসি কেপিআই ভুক্ত এরিয়া হওয়ায় নির্বাচনের দিন মোবাইল কোর্ট বসানোর বিশেষ ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। যার মাধ্যমে চলচ্চিত্রের শিল্পী সমিতির সদস্য ছাড়া নির্বাচনের দিন কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত