ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দিন রিজভী মারা গেছেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ১২:১৬

চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দিন রিজভী মারা গেছেন
ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার পরিচালক তমিজ উদ্দীন রিজভী মারা গেছেন। সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি... রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা। তিনি বলেন, রিজভী ভাই অসুস্থ ছিলেন। দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন তিনি। এবার সবাইকে ছেড়ে চলে গেলেন।

ফারুক, কবরী ও সালমান শাহ-এর মতো তারকা অভিনেতারা তমিজ উদ্দীন রিজভীর পরিচালনায় অভিনয় করেছেন। গুণী এই পরিচালক ‘ছোট মা’, ‘জিদ্দি’, ‘আশা ভালোবাসা’, ‘জেলের মেয়ে’, ‘জবাবদিহি’ ও আশীর্বাদ’র মতো জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন।

মঙ্গলবার বাদ জোহর নারায়ণগঞ্জে জানাজা শেষে পরিচালক তমিজ উদ্দীন রিজভীর দাফন করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত