ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

এটা খুবই হাস্যকর, এতে আমার কিছুই যায় আসে না: ফারিণ

  ইমরুল নূর

প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০৩

এটা খুবই হাস্যকর, এতে আমার কিছুই যায় আসে না: ফারিণ

‘আরও এক পৃথিবী’ সিনেমার শুটিংয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুটিং শেষ করে আগামী মাসে দেশে ফিরবেন তিনি।

এরইমধ্যে তার সাফল্যের ঝুলিতে যোগ হলো মেরিল প্রথম আলো পুরস্কার। ‘তিথীর অসুখ’ ওয়েবে অভিনয়ের জন্য সমালোচকের রায়ে দুই নন্দিত অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা ও মেহজাবীন চৌধুরীকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তিনি।

প্রথমবারের মত এ সম্মাননা পাওয়ায় বাংলাদেশ জার্নালকে তাসনিয়া ফারিণ বলেন, ‘মেরিল প্রথম আলো ২০২১-এর চূড়ান্ত পর্যায়ে দুটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিলাম। তারমধ্যে একটা ক্যাটাগরিতে (সমালোচক) পুরস্কার পেয়েছি। এটা আসলে চিন্তাও করিনি। যখন কোনকিছু নিয়ে চিন্তা না করা হয় বা প্রত্যাশা না রাখা হয়, তখন সেটা পেলে তার অনুভূতিটা অনেক বেশি সুখকর হয়। যদিও পুরস্কারটা নিজ হাতে নিতে পারিনি, খুব মন টানছে কখন বাসায় যাবো আর পুরস্কারটা হাতে নিয়ে দেখবো। অর্জনের খাতায় নতুন কিছু একটা যোগ হলো, সেদিক থেকে খুবই ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘আমি কখনও পুরস্কারের আশায় কাজ করিনি আর সামনেও করবো না। আমার সবসময় ফোকাস থাকে কাজের দিকে। কাজ কতটা ভালো করছি, আমার লক্ষ্য কতটা পূরণ করতে পারছি, সেদিকটা দেখি। তবে পুরস্কার অবশ্যই একটা অর্জন, প্রত্যাশা না করে পেলে সেটা অবশ্যই ভালো লাগে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচক পুরস্কার ক্যাটাগরি নিয়ে নানারকম মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে আপনাকে সাধুবাদ দিচ্ছেন আবার অনেকে বলছেন, সমালোচকে এ পুরস্কারটা মেহজাবীন চৌধুরীর প্রাপ্য ছিলো। এ নিয়ে আপনার মন্তব্য কি বা আপনার কি মনে হয়, এমন প্রশ্নে ফারিণের উত্তর, ‘এটা খুবই হাস্যকর। আমাকে যারা পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যারা পছন্দ করে না তাদের কাছে ভালো লাগবে না। এতে আমার কিছুই যায় আসে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কতজনই তো কতকিছু বলে। আমি ওসব দেখি না, মাথায়ও নেই না। একজন মানুষ আসলে সবার পছন্দের হতে পারে না। তাহলে তো পৃথিবীতে এত ধরণের রঙ থাকতো না। একটা মার্কেটে গেলে সবাই একইরকমের জামা-কাপড়ই কিনতো।’

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত