ডেঙ্গু জ্বর নিয়েই শুটিংয়ে কঙ্গনা

প্রকাশ : ১০ আগস্ট ২০২২, ১৫:৩০ | অনলাইন সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কমেছে রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ। দুর্বল শরীর, তবু থেমে নেই তিনি। অসুস্থ শরীরেও কাজ থামিয়ে রাখেননি কঙ্গনা। জ্বর নিয়েই অভিনেত্রী পৌঁছেছেন তার আপকামিং ‘ইমার্জেন্সি’ সিনেমার সেটে।

মণিকর্ণিকা ফিল্মসের তরফ থেকে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করা হয়। সেখানে লেখা হয়, ‘ডেঙ্গুতে আক্রান্ত, রক্তে শ্বেতকণিকা আশংকাজনকভাবে কম। তীব্র জ্বর। আর আপনি কাজ করছেন। এটি প্যাশন নয়, পাগলামি। কঙ্গনা আমাদের অনুপ্রেরণা।’

ইনস্টাগ্রাম স্টোরিটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘ধন্যবাদ। শরীর অসুস্থ হয়, আত্মা নয়। ধন্যবাদ।’

‘ইমার্জেন্সি’ সিনেমায় কঙ্গনা রানাউতকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর ভূমিকায়। সিনেমাতে কঙ্গনা তুলে ধরবেন ১৯৭১ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত টানা ২১ মাস যে ভারতে জরুরি অবস্থা জারী ছিল সেই ঘটনা। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ জার্নাল/আইএন