ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

১২ ঘণ্টায় ট্রেন্ডিংয়ে শীর্ষে, ‘পুনর্জন্ম ৩’ এর জয়জয়কার

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২, ১৬:৫০  
আপডেট :
 ০৩ অক্টোবর ২০২২, ১৬:৫৩

১২ ঘণ্টায় ট্রেন্ডিংয়ে শীর্ষে, ‘পুনর্জন্ম ৩’ এর জয়জয়কার

গেল বছরে ‘পুনর্জন্ম’র দুই কিস্তি মুক্তির পর দর্শকেরা অধির আগ্রহে অপেক্ষা করছিলেন অন্তিম পর্বের। ঘোষণা দিয়ে অবশেষে রোববার রাতে ইউটিউবে মুক্তি পেলো তৃতীয় কিস্তি ‘পুনর্জন্ম ৩’। প্রিমিয়ারের সময়ে প্রথমবারের মত দেশি কোন কনটেন্ট একযোগে ষাট হাজারেরও বেশি দেখেছে এই কিস্তি। মন্তব্যের ঘরে হাজারো দর্শকের প্রশংসা।

শুধু তাই নয়, ‘পুনর্জন্ম ৩’ প্রথম কোনো দেশি কন্টেন্ট যা ইউটিউবে অবমুক্ত হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ট্রেন্ডিংয়ে শীর্ষস্থান দখল করলো।

ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে জুটি বেধে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন। এছাড়া আরও অভিনয় করেছেন খায়রুল বাসার, কাজী নওশাবা, শাহেদ আলী, সেন্টু প্রমুখ।

প্রতিবেদন লিখা পর্যন্ত নাটকটি দেখেছেন প্রায় ১৮ লক্ষ বিশ হাজারেরও বেশি দর্শক। ৮৩ হাজার লাইক পড়েছে কনটেন্টটিতে এবং মন্তব্য জমা পড়েছে প্রায় নয় হাজারের মত।

সিরিজটি দেখে আরিফ আহমেদ নামের এক দর্শক নিজের অনুভূতি ব্যক্ত করে ইউটিউবে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বাংলাদেশে এর চাইতে সুন্দর নাটক আর দেখিনি। এই নাটকটা দেখার জন্য এক বছর অপেক্ষা করেছি। অবশেষে আমাদের মাঝে আসল নাটকটা। ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমার জীবনের দেখা সেরা একটা নাটক। আসলে এই নাটকটা বিভিন্ন ভাষায় ডাবিং করা উচিৎ।’ শফিকুল লিখেছেন, ‘সত্যিই মুগ্ধ আমি। একটা নাটক কীভাবে এত সুন্দর হতে পারে! পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।’

ইব্রাহিম নামের এক দর্শক লিখেছেন, ‘বাংলার ইতিহাসে এই পুর্নজন্ম সিরিজটা স্মরণীয় হয়ে থাকবে। এত নিখুঁত অভিনয় আফরান নিশো ও মেহজাবীন ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না।’

সানজিদা তৃষা লিখেন, ‘বাংলা নাটকের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নাটক পুর্নজন্ম চিরস্মরণীয় হয়ে থাকবে। একমাত্র ভিকি জাহেদই পারে কিভাবে অভিনয়কে বাস্তব রুপ দিয়ে মানুষের মন জয় করা যায়। ধন্যবাদ পুর্নজন্মের টিমকে। রাফসান হকের রান্না কখনো খারাপ হতেই পারে না।’

এছাড়াও অনেকেই নাটকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের ভালো লাগার অনুভূতি শেয়ার করছেন।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত