ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

দেশে প্রথমবার তিন পর্বে ভৌতিক বিজ্ঞাপন সিরিজ

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ১৮:০৬  
আপডেট :
 ২৬ নভেম্বর ২০২২, ২০:৫১

দেশে প্রথমবার তিন পর্বে ভৌতিক বিজ্ঞাপন সিরিজ

পার্শ্ববর্তী দেশে সিরিজ আকারে বিজ্ঞাপন দেখা গেলেও এখানে এমনটা দেখা যায়নি যেখানে সিরিজের মধ্য দিয়ে গল্প আবর্তিত হয়। এবারই প্রথম এমন কোন বিজ্ঞাপন নির্মিত হয়েছে বাংলাদেশে। বিশ্ব টয়লেট দিবসকে ঘিরে সচেতনতা তৈরির লক্ষ্যে সম্প্রতি হয়েছে সিরিজ বিজ্ঞাপন। অস্বস্তি, আশঙ্কা ও আতঙ্ক এই তিন পর্বে হারপিকের বিজ্ঞাপন সিরিজটি নির্মাণ করেন সংগীত পরিচালক, বিজ্ঞাপন নির্মাতা আরাফাত মহসীন নিধি।

রাজধানীর বনানী ও পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হয়। গেল ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে বিজ্ঞাপনটি প্রচারে আসে। বিজ্ঞাপন সিরিজটির তিন পর্ব তিন দিন উন্মুক্ত করা হয় হারপিক বাংলাদেশের ফেসবুক পেইজে। সচেতনতার লক্ষ্যে নির্মিত এই বিজ্ঞাপনটি ইতিমধ্যে দর্শক প্রশংসা পাচ্ছে। পর্দায় বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছে মোর্শেদ মিশু, আরফান শিবলু, সারাহ আলম, রাকিন আবসার, আব্দুল্লাহ সেন্টু প্রমুখকে।

নির্মাতা আরফাত মহসীন নিধি বলেন, বিজ্ঞাপনের মধ্য দিয়ে সিরিজের গল্প বলা দেশের বাইরে হলেও আমাদের এখানে হয়নি। ভৌতিক গল্পে এমনটা এবারই প্রথম। ভৌতিক গল্পের মধ্য দিয়ে আমরা সবার মধ্যে সচেতনতা তৈরি করতে চেয়েছি।

সিনকাট পিকচার্সের ব্যানারে, এশিয়াটিক এমসিএল এজেন্সীর এই বিজ্ঞাপনটি প্রযোজনা করেছেন আরাফাত কীর্তি।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত