লোহিত সাগরের তীরে উত্তাপ ছড়ালেন দেবলীনা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ১৮:৩০ | অনলাইন সংস্করণ

  বিনোদন ডেস্ক

অভিনেত্রী দেবলীনা কুমার। ছবি: জি নিউজ

ইজিপ্টে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী দেবলীনা কুমার। কখনও শাড়ি পরে নীলনদের ক্রুজে, কখনও আবার লাল শাড়িতে পিরামিডের সামনে নজর কাড়ছেন অভিনেত্রী।

  

তবে এবার বিকিনিতে উত্তাপ ছড়ালেন দেবলীনা। লাল ব্রালেট ও প্রিন্টেড বিকিনিতে দেবনীলায় মুগ্ধ নেটপাড়া। 

 

অভিনেত্রী পোস্টেই জানান দেন যে, লোহিত সাগরের তীরে এই ফটোশ্যুট করেছেন তিনি।

  

ক্যাপশনে নায়িকা লিখেছেন, ভালো করে কার্ব খাও। বরাবরই নিজের ফিটনেস নিয়ে খুবই সতর্ক দেবলীনা। 

 

ইজিপ্টে যে উত্তাপ ছড়িয়েছেন দেবলীনা তার আঁচ পড়েছে নেটপাড়াতেও।

বাংলাদেশ জার্নাল/এমএস