শপিংমলে দুর্ঘটনায় গুরুতর আহত তাসনিয়া ফারিণ
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১৩:৪০

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তাসনিয়া ফারিণ গুরুতর আহত হয়েছেন। সম্প্রতি একটি শপিংমলে আহত হন এই অভিনেত্রী।
|আরো খবর
জানা গেছে, শুক্রবার রাজধানীর একটি শপিংমলে যান ফারিণ। সেখানে নিচতলা থেকে দ্বিতীয় তলায় যাচ্ছিলেন। এ সময় তিনি চলন্ত সিঁড়ি ব্যবহার করেন। আর তখনই সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে। এতে তার পরনের প্যান্ট ছিঁড়ে গিয়ে রডটি পায়ের মাংসে ঢুকে যায়।
ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় ফারিণকে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
এ দুর্ঘটনায় দুই পায়েই আঘাত পেয়েছেন অভিনেত্রী ফারিণ। ক্ষত বেশ গভীর। তাই কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হতে পারে বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়ে ফারিণ বলেন, শপিংমলের কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার কারণেই এমনটা হয়েছে। এত বড় একটি শপিংমলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা না থাকায় এর বিচার দাবি করেছেন অভিনেত্রী।
ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও তাসনিয়া ফারণি অভিনয় করছেন সমান তালে। সম্প্রতি যুক্ত হয়েছেন সিনেমাতেও। কলকাতার এক নির্মাতার পরিচালনায় একটি সিনেমায় কাজ করছেন ফারিণ।
বাংলাদেশ জার্নাল/জিকে