ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

এপ্রিলে ওটিটি প্ল্যাটফর্মে আসছে 'পাঠান'

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৩

এপ্রিলে ওটিটি প্ল্যাটফর্মে আসছে 'পাঠান'
পাঠান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির আটদিন পার হলেও সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে চলছে তুমুল আলোচনা। শুধু ভারতে নয় সারাবিশ্বে চলছে এ সিনেমা নিয়ে উন্মাদনা।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামের অভিনয়ে দর্শকরা রীতিমতো মগ্ন হয়ে আছেন। বিশ্বব্যাপী উল্লেখ করার মতো ব্যবসা করেছে ‘পাঠান।’ করোনা পরিস্থিতি, লকডাউনের কারণে যদিও ‘ওটিটি’র ব্যবসা রমরমা।

খবর শোনা যাচ্ছে, অ্যামাজন প্রাইম ১০০ কোটি রুপিতে যশরাজ ফিল্মসের কাছ থেকে স্বত্ব কিনেছে । এবার প্রশ্ন হল, কবে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে 'পাঠান'? জানা যাচ্ছে, হলে মুক্তির তিন মাস পর ছবিটির ডিজিটাল প্রিমিয়ার হবে। অর্থাৎ, এপ্রিল মাসে অ্যামাজন প্রাইম দেখা যাবে এই ছবি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মুক্তির ৭ দিনে 'পাঠান' সিনেমাটি অনেক রেকর্ড করেছে। ভারতের বক্স অফিসে হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে দ্রুত ৩০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছে সিনেমাটি। আর বিশ্ব বক্স অফিসে ৭ দিনে ৬০০ কোটি রুপির গণ্ডি পার করেছে।

'পাঠান' সিনেমায় শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি, দীপিকা পাড়ুকোন ১৫ কোটি রুপি ও জন আব্রাহাম ২০ কোটি রুপি নিয়েছেন। সিনেমাটিতে বলিউড সুপারস্টার সালমান খান অতিথি চরিত্রে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি।

পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ৬ কোটি রুপি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি অ্যাকশন থ্রিলার 'পাঠান' হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। ৪ বছর আগে শাহরুখ খানের সর্বশেষ সিনেমা 'জিরো' মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

‘যশরাজ ফিল্মস্’-এর স্পাই ইউনিভার্স-এর এটি চতুর্থ ছবি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এর আগে পরিচালনা করেছেন ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হেঁ’, ‘ওয়ার’। প্রতিটি ছবিই দর্শকের নজর কেড়েছিল। তবে ‘পাঠান’-এর মাধ্যমে চার বছর পর শাহরুখের প্রত্যাবর্তন দর্শক মনে এক অন্য ছাপ ফেলেছে। সঙ্গে দীপিকা উপস্থিতি বাড়িয়ে তুলেছে ‘পাঠান’ এর গ্রহণযোগ্যতা।

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত