ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রের ৫১ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৭

যুক্তরাষ্ট্রের ৫১ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’
ছবি: সংগৃহীত

নির্মাতা ইমরাউল রাফাত পরিচালিত ছবি মেইড ইন চিটাগং মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটির ২২টি শহরের ৫১ প্রেক্ষাগৃহে চলবে সম্পূর্ণ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত এ ছবি। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ‘মেইড ইন চিটাগং’ যুক্তরাষ্ট্রে মুক্তি দেয়া হচ্ছে।

পরিবেশনা সংস্থা থেকে জানা গেছে, জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায় সপ্তাহব্যাপী ২৮টি শো থাকবে। রূপকথা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত রোমান্টিক কমেডি ঘরানার ছবিটি প্রযোজনা করেন এনামুল কবির সুজন। ওটিটি পার্টনার বিঞ্জ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসিরুদ্দিন, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহ ।

‘মেইড ইন চিটাগং’র মুক্তি উপলক্ষে ৬ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ, প্রযোজক এনামুল কবির সুজন, অনলাইনে যুক্ত হয়েছিলেন সিনেমার অভিনেতা পার্থ বড়ুয়া।

অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান অভিনেত্রী তারানা হালিম, অভিনেতা সাজু খাদেম, চিত্রলেখা গুহ প্রমুখ।

বায়োস্কোপ ফিল্মসের সত্ত্বাধিকারী রাজ হামিদ বলেন, কোভিড এবং তার পরবর্তী সময়ে আমরা খুব দুশ্চিন্তাময় একটি সময় কাটিয়েছি। এখন সবার একটু হালকা হওয়া উচিৎ, একটু হাসা উচিৎ । মেইড ইন চিটাগং সিনেমাটি সেই সুযোগ করে দেবে। রোমান্টিক কমেডি এই সিনেমাটি পরিবারের সবাইকে নিয়ে হেসে আনন্দে দেখার মত একটি সিনেমা।

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানান, মেইড ইন চিটাগং সিনেমায় বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় সাব-টাইটেল করা থাকবে। ছবিটি কানাডা এবং মধ্যপ্রাচ্যের দুবাই, ইউএই, কুয়তে, সৌদি আরব এবং ওমানেও পরিবেশনার দায়িত্ব নিয়েছে বায়োস্কোপ ফিল্মস।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত