শাকিব খানের মামলায় সেই প্রযোজকের বিরুদ্ধে সমন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৩:২৫ আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৩:৪৩

চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ এনে মোহাম্মদ রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। এ মামলায় ওই প্রযোজকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
|আরো খবর
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে শাকিব এ মামলা করেন।
শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ বলেন, ‘শাকিব খান আদালতে মামলা করেছেন। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। একইসঙ্গে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন আদালত।’
এর আগে এ দিন বেলা ১১টার পর মামলা করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন শাকিব খান।
শাকিব খান সাংবাদিকদের বলেন, তাতে হেয় করার উদ্দেশ্যে রহমত উল্লাহ এসব অভিযোগ তুলেছেন।
অপারেশন অগ্নিপথ সিনেমাটির প্রযোজক জানে আলম নামে একজন উল্লেখ করে শাকিব খান বলেন, রহমত উল্লাহর সঙ্গে তার কোনো লেনদেনই হয়নি। শুধু প্রবাসী বাংলাদেশি হিসেবে দেখা হয়েছিল।
রহমত উল্লাহকে ‘প্রতারক-বাটপার’ আখ্যায়িত করে এই চিত্রনায়ক বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
এরপর শাকিব খানের ওই বক্তব্য ‘মানহানিরকর’ দাবি করে সেজন্য ক্ষমা চাইতে এ চিত্রনায়ককে উকিল নোটিশ পাঠান রহমত উল্লাহ।
আরও পড়ুন: মামলা করতে আদালতে শাকিব খান
বাংলাদেশ জার্নাল/কেএ/এমপি