আবারও ভাইরাল অঞ্জলি
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ১৫:১৯ আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৫:২৭

কাঁচা বাদাম গানে কোমর দুলিয়ে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি আরোরা। বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদের থেকেও সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান-ফলোয়িং ঢের বেশি। অদ্ভুত অঙ্গভঙ্গি, পোশাক ও ঠোঁট মিলিয়ে নেচে নেটপাড়ায় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন তিনি। পরে একতা কাপুর প্রযোজিত রিয়েলিটি শো লক আপ সিজন ১ -এও দেখা যায় তাকে। কঙ্গনা রানাওয়াত ছিলেন সেই শোয়ের হোস্ট। লক আপ থেকেই তার জনপ্রিয়তা বেড়ে যায় আরও কয়েকগুণ।
কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। তবে ইদানীং সেই জল্পনা সত্যি করেই তাকে দেখা যাচ্ছে তার প্রেমিকের সঙ্গে। সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্য়েই তাদের ছবি পোস্ট করেন অঞ্জলি।
জানা গিয়েছে অঞ্জলির স্বপ্নের পুরুষটির নাম আকাশ সানসানওয়াল। পেশায় রাজনীতিক। শোনা যাচ্ছে বিজেপির সঙ্গে তিনি যুক্ত।
সম্প্রতি অঞ্জলির একটি এমএমএস ভাইরাল হয়। ওই নগ্ন ভিডিওতে তার মুখ দেখা গিয়েছিল মনে হলেও অঞ্জলি সেই দাবি নস্যাৎ করে দেন। এমএমএস-এর ব্য়াপারে তিনি বলেন, আকাশ একবারের জন্যেও কিছু জিগ্য়েস করেননি।
বাংলাদেশ জার্নাল/এমএস