ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৩ মিনিট আগে
শিরোনাম

তারার আলোয় আইপিএলের বর্ণাঢ্য উদ্বোধন

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ২১:১৩  
আপডেট :
 ০২ এপ্রিল ২০২৩, ১৬:১৭

তারার আলোয় আইপিএলের বর্ণাঢ্য উদ্বোধন
ছবি: সংগৃহীত

আইপিএলের ষোড়শ আসরের জাঁকজমকভাবে উদ্বোধন হয়ে গেল। শুক্রবার সন্ধ্যায় আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিনোদন জগতের প্রখ্যাত সব তারকারা।

অনুষ্ঠানে অরিজিৎ সিং গাইলেন, মন্ত্রমুগ্ধের মতো মাতোয়ারা হলেন লাখো দর্শক। ব্রক্ষ্মাস্ত্র সিনেমার কেশরিয়া দিয়ে শুরু, এরপর অরিজিৎ কণ্ঠে একে একে এলো চান্না মেরে অ্যা হয়ে কবীরার মতো সুপারহিট সব গান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মঞ্চ মাতালেন দক্ষিণি সিনেমার তারকা রাশ্মিকা মান্ধানা থেকে তামান্না ভাটিয়া—নাচলেন, কোমরের তালে তালে সবাইকে নাচালেন। সবশেষ এলো ট্রফি, আলোর ঝলকানির মাঝে রথে চড়ে মঞ্চে পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি এবং বর্তমান চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়া। আকাশে ফুটল আতশবাজি, আলোর রোশনাইয়ে ভরে গেল মাঠ।

তামান্না, রাশ্মিকা, অরিজিৎয়ের মন মাতানো উদ্বোধনী অনুষ্ঠানের পর হার্দিক-ধোনিদের ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই—আইপিএলের পর্দা ওঠার দিনটি রাঙিয়ে দিলেন দেশটির বিনোদন ও স্পোর্টসের বড় সব মুখ। সন্ধ্যা ছয়টায় প্রথমের নামটি ছিল অরিজিৎ সিংয়ের, বলিউডের সুপার হিট তারকা শুরুতেই গাইলেন গুজরাটি গান। তারপর ‘রাজি’ সিনেমার গান। এরপর আরও কত! শুধু মঞ্চেই নয়, পুরো স্টেডিয়াম গলফ কার্টে করে ঘুরলেন, গাইলেন, দর্শকদের মাতালেন। লম্বা-চওড়া হাসিতে নিজেও মাতলেন। অরিজিৎয়ের পাঠ চুকার পর তেলেগু, গুজরাটিসহ একাধিক ভাষার সুপারহিট গানে কোমর দোলালেন তামান্না ভাটিয়া।

সবচেয়ে আকর্ষণের রাশ্মিকা এলেন শেষের দিকে, পুষ্পা সিনেমার ‘সামি সামি’ গানে শুরুর পর নাচলেন ‘শ্রীবল্লি’ গানে। সবশেষে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানে নাচলেন, পুরো স্টেডিয়ামে তখন উচ্ছ্বাসের জোয়ার। রাশ্মিকায় যখন মুগ্ধ স্টেডিয়াম, তখন মাঠে ঢুকে উত্তেজনার পারদ চাপিয়ে দেন ধোনি ও হার্দিক। রথে চড়ে আসেন উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক। এর আগেই মঞ্চে জায়গা করে নিয়েছিল ট্রফি—১০ দল যেটি উঁচিয়ে ধরার জন্য লড়বে একে-অন্যের বিপক্ষে। আইপিএলের ষোলোতম আসরের শিরোপার সামনে পোজ দিলেন দুই অধিনায়ক।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত